মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২৫ মার্চ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুলসহ এ মামলার অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবীরা সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম(সিএমএম) তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন।
জানা যায়, ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জন নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
মন্তব্য চালু নেই