মির্জা আব্বাসের জামিন শুনানি মঙ্গলবার

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে দুদকের এখতিয়ার সম্পন্ন বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

আগামী মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।

মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানির জন্য আবেদন জানালে এ দিন ধার্য করা হয়।

এর আগে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হলেও আদালত তা শুনে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয়। পরে মির্জা আব্বাসের আইনজীবীরা এ বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন দাখিল করেন। কিন্তু প্রধান বিচারপতি তা মঞ্জুর না করে নতুন এই বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।



মন্তব্য চালু নেই