মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা

রংপুরের মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট তনিমা তাসমিনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জয়নাল অবেদিন। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাস ও নাশকতাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সেই সাথে নাশকতা রোধে সকলের সহযোগীতা কামনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় ইমাম, স্কুল শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই