সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

মালয়েশিয়াগামী ৬ছেলে নিখোঁজ ।। সহযোগিতা কামনায় কলারোয়ায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজ হওয়া ৬ ছেলের সন্ধান ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজ হওয়া ছেলেদের পিতা/মাতা। বুধবার সকালে কলারোয়া রিপোর্টাস ক্লাবে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের মৃত ছবেদ আলীর পুত্র আঃ খালেক লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া পৌর সদরের মির্জাপুর গ্রামের হায়বাদ সরদারের পুত্র দালাল আঃ লতিফ ও সরসকাটির মানিক নগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ গত ১৩/১০/১৪ তারিখে নগদ ৫০হাজার টাকা নিয়ে তার পুত্রকে মালয়েশিয়ায় নিয়ে যায়। বলা হয় তার পুত্র সজিবুর রহমান অবুজ (২৫) কে বিমান যোগে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হবে। মালয়েশিয়ায় পৌছে গেলে বাকী ২লাখ ৫০ হাজার টাকা দিয়ে দিতে হবে। কিন্তু ওই দুই দালাল একই ভাবে উপজেলার কালিয়াডাঙ্গা গ্রামের আঃ রহমানের পুত্র রাসেল রানা সুমন (১৪) একই গ্রামের শরিতুল্লাহ’র পুত্র শহিদুল ইসলাম (২৮), মর্জিনা খাতুনের পুত্র জাহাঙ্গীর (২৫), যশোরের ঝিকরগাছার কাটাখালি গ্রামের ওয়াজেদ আলীর পুত্র সবুজ হোসেন (৩২), ঝিকরগাছার নবি মিয়ার পুত্র আলমগীর হোসেন (২৬) এক সাথে অবৈধ ভাবে ক∙বাজার থেকে নদী পথে মালয়েশিয়ায় নিয়ে যায়। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় ওই দালালেরা বলেছিলো ৮/১০দিনের মধ্যে চাকুরি পেয়ে মোবাইল ফোনে বাড়ীতে কথা বলবে। কিন্তু ২মাস অতিবাহিত হলেও তাদের সন্তানদের কোন খোজ মিলছেনা। এমনকি দালালেররাও কোন খোজ দিচ্ছেনা। মোবাইল ফোনে ছেলের খোঁজ নিলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এমনকি মোবাইল ফোন ধরছেনা। তারা সকলে নিরুপায় হয়ে এলাকাবাসীর সাথে কথা বলে গত মঙ্গলবার বাংলাদেশ সরকারের বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা বরাবরে লিখিত ভাবে গণদরখাস্ত করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়াগীর পরিবারের সদস্য লাভলু, শরিতুল্লাহ, মর্জিনা খাতুন, জামেনা খাতুন ও রিজিয়া খাতুন।

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা
News-pc--24বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে পৌর বাজারের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সেকেন্ড অফিসার এসআই সোয়েব আলী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আঃ রফিক, সহ সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, সহ-সম্পাদক শহিদুল ইসলাম, ক্যাশিয়ার মোস্তাক,  উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এনায়েত খান টুন্টু, শেখ আবু রাহান লিটন, সাংবাদিক আরিফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, হ্যান্ডেলিং শ্রমিকলীগের  সাংগঠনিক সম্পাদক চঞ্চল, মেম্বর ফরুক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সালাউদ্দিন সোহাগ, আব্দার আলী, আবু মুহিত, মিজানুর রহমান, হবিবুর রহমান, জয়নাল, নির্মল, আলমগীর হোসেন, লাল্টু ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ।

কলারোয়া পৌর মেয়র জেড ফোর্স’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন
কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, প্রাক্তন ছাত্রদলের সভাপতি ও কলারোয়া পৌরসভার মেয়র গাজী মোঃ আক্তারুল ইসলামকে জেড ফোর্স এর কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করায় দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেন, উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ ফারুক আহম্মেদ মুকুল, পৌর বিএনপির সহ-সভাপতি রাশেদুর রহমান খান চৌধুরী রজনু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমএ রব শাহিন, পৌর শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোজাম হোসেন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পৌর সভার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক রাইদুল ইসলাম, বিএনপিনেতা মহিউদ্দিন আহম্মেদ, হাবিব হোসেন নয়ন, আব্দুল খালেক, আঃ রউফ প্রমুখ।

কলারোয়ায় সীমান্তে বিজিবি কতৃক ২ ব্যক্তি আটকআটক,
অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে সীমান্ত প্রহরী বিজিবি আটক করলো ২ ব্যক্তিকে। বুধবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি নায়েক মাহবুবর রহমান সাংবাদিকদের জানান,গাড়াখালী সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি গ্রামের আলতাফ হোসেনের পুত্র রোমেল আহম্মেদ (২৬), ঢাকার ডেমরা বস্তির আল-আমিন মসজিদের ৮নং বাড়ীর মৃত সোহরাব মল্লিকের পুত্র মিজানুর মল্লিক(২৩)কে সোনাই নদীর পাড় থেকে আটক করে। পরে তাদেরকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি( মামলা নং-১৫) দায়ের হয়েছে।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল, সম্পাদক শেখ বাবু
News-photo-24-কলারোয়ায় ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। গত মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের সাভাপতি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৪নং লাঙ্গঝাড়া ইউনিয়নের সকলের সর্বসম্মিক্রমে ১বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন রুবেল খান, সাধারণ সম্পাদক শেখ বাবু। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি টিটু, উজ্জল, স্মরজিৎ কুমার, সাগর, রেজওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ, মইনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল, দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ-১,শিক্ষা ও পাঠাগার সম্পাদক জাহিদ-২,ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ সাব্বির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক বাপ্পি, আইন বিষয়ক সম্পাদক মুস্তাক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পলাশ, সাংস্কৃতিক সম্পাদক কুদ্দুস, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক সুজন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সুমী খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুয়েল, পাঠাগার বিষয়ক সম্পাদক সুমন, সমাজ কল্যাণ সম্পাদক আল-আমিন, ধর্ম, বিষয়ক সম্পাদক ইমরান ও সদস্য টিটু, শাহীন,রানা, ইদ্রিস, জাকির,মজনু, মুন্না, মুস্তাক, মুজাহিদ, নয়ন,রিয়াজ, কবির, হাবিব, বাপ্পি, সুমন প্রমুখ।

কলারোয়া সীমান্তে শাড়ি, চাদর ও পাতার বিড়ি উদ্ধারবিজিবি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে  একটি হিরো হোন্ডা মোটর সাইকেলসহ ভারতীয় শাড়ি, চাদর, স্টিল সামগ্রী ও পাতার বিড়ি উদ্ধার করেছে। তবে উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গাা বিওপি’র নায়েব সুবেদার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্তবর্তী তালসারি এলাকা থেকে ভারতীয় ৬ পিস শাড়ি, ২০ পিস চাদর, ৪৫ কেজি স্টিল সামগ্রী ও ২ হাজার পিস পাতার বিড়ি উদ্ধার করেন। এসময় আরও উদ্ধার করা হয় চোরাচালানকাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা মোটর সাইকেল।  যার আনুমানিক মূল্য ১ লাখ ১৬ হাজার ৬শ’ টাকা।

কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও সংহতি রক্ষা এবং চোরাচালানরোধসহ অবৈধ অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার কাকডাঙ্গা সীমান্তের ১৩/৩ এস এর সাব ৬/আরবি এর মাঝখানে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় দেশের ব্যাটালিয়ন অধিকায়কদ্বয়ের এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী ও ভারতের ১৫২, বিএসএফ’র অধিনায়ক কর্ণেল হারমান সিং নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী বুধবার রাতে সাংবাদিকদের কাছে এ পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই