মার্কিন কংগ্রেসে পাল্টা চিঠি পাঠাবেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমমান নিয়ে যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেস সদস্যের পাঠানো চিঠির ব্যাখ্যা চেয়ে পাল্টা চিঠি পাঠাবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে একঘণ্টার বৈঠক শেষে তিনি গণমাধ্যম কর্মীদের নিকট এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ জন কংগ্রেসম্যান যে চিঠি দিয়েছেন তার সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের বর্তমান কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়ে কোন মিল নেই। তাদের চিঠির মানে হলো তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। যা অশোভনীয়।’

তাদের নিকট এ চিঠির ব্যাখ্যা চাওয়া হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র সফরে এই কংগ্রেসম্যানদের সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে আমার বাংলাদেশের শ্রম ও শ্রমিক পরিবেশ নিয়ে অনেক কথা হয়েছে। তাদের সঙ্গে আলোচনায় বোঝা গেছে হয়তো তারা রাজনৈতিক কারণে এ চিঠি দিয়েছে। কিন্তু আমি তাদের এ চিঠির ব্যাখ্যা চাইব। এ সপ্তাহে ২টি চিঠি পাঠাবো। একটি তাদের আমন্ত্রণ জানিয়ে অন্যটি তাদের পাঠানো চিঠির ব্যাখ্যা চেয়ে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের তিনটি খাতে অগ্রাধিকার সুবিধা তথা জিএসপি দিয়েছে। তা হলো- তামাক, সিরামিক ও প্লাস্টিক। কিন্তু তারা এ তিনটি খাতের বিষয়ে কোন খোঁজখবর নিচ্ছে না। তা না করে আমদের যে (গার্মেন্টস) খাতের কোন জিএসপি নেই তা নিয়ে আলোচনা করছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে।’

মজিনার সঙ্গে বৈঠক সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘আলোচনা সবসময় হয়। আজকেও হয়েছে। তারা আমাদের অনেক শর্ত দিয়েছে তা আমরা পূরণ করেছি। বাকি ইপিজেড শ্রমিক ইউনিয়নের কথা বলেছে। তাও কেবিনেট অনুমোদন দিয়েছে।’

বৈঠক শেষে মজিনা সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি রানা প্লাজা ভবন ধস ও তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে বাংলাদেশের জন্য তথা শ্রমিকদের জন্য দুঃখকর হলেও এ দুইটি ঘটনা বাংলাদেশের শ্রমিক ও শ্রম মানের এবং কর্মক্ষেত্রের নিয়ে কাজ শুরু হয়েছে। যা নিরাপত্তা, কারখানা ভবনের কাঠামোগত দৃঢ়তা এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পোশাক খাতকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করবে।’

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাবেক বাণিজ্য সচিব মাহবুব আহমেদের স্থলাভিষিক্ত হয়ে রোববার এখানে যোগ দিয়েছেন।



মন্তব্য চালু নেই