মামা-ভাগ্নেকে অজ্ঞান করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই

রাজধানীর হাতিরঝিল এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পৌনে তিন লাখ টাকা খুইয়েছেন দুই ব্যক্তি। সম্পর্কে মামা-ভাগ্নে ওই দুই ব্যক্তি হলেন বাবর আলী (২২) ও তার ভাগ্নে শাহ আলম (১৮)।

বৃহস্পতিবার বিকালে রমনা থানার পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রমনা মডেল থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মগবাজার হাতিরঝিল এলাকার রাস্তায় প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই দুজনকে। হাসপাতালে নেওয়ার পথে তারা জানায়, পাসপোর্ট করার জন্য বাবর আলী ও তার ভাগ্নে শাহ আলম ঢাকায় আসেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে দুই লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।

তবে কীভাবে তাদের অচেতন করা হয় সে ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা।

পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে।

বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।



মন্তব্য চালু নেই