মান্দায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দায় ফেন্সি আকতার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুর পৌঁনে ১টার দিকে উপজেলার অনাথশিমলা গ্রামে জমি নিয়ে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মা নূরুন্নাহার বিবি (৫০) ও বোন মিলি খাতুন (১৭) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। নিহত ফেন্সি আকতার অনাথশিমলা গ্রামে সৈয়দ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একখন্ড জমি নিয়ে সৈয়দ আলীর সঙ্গে প্রতিবেশি আয়নাল হকের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এ সময় প্রতিপক্ষের মারপিটে ঘটনায় ফেন্সি মারা যান। মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে আয়নাল হকের পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।



মন্তব্য চালু নেই