মানুষ নয়, যে শহরে সান্ত্বনা খোঁজা হয় দেয়ালের কাছে

বিশ্বে তিন ধর্মালম্বী মানুষের কাছে পবিত্র ভূমি জেরুজালেম। এই শহরে এমন একটি বিশেষ দেয়াল আছে যেটির কাছে প্রতিদিনই শত শত মানুষ আসেন। দেয়ালটি দেখতে নয়, সেটা ধরে কান্নার জন্য। মনের ভেতরে যত দুঃখবোধ, হতাশা, গ্লানি আছে সব প্রকাশ করলে হালকা অনুভব করার জন্য।

সব দর্শণার্থীই দেয়ালটি ধরে কান্না করেন বলে এটির নামকরণ করা হয়েছে কান্নার দেয়াল (ওয়েলিং ওয়াল) হিসেবে। অনেক সময় মানুষের ভিড় লেগে যায়। তখন নিয়ম করে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধরে কান্নার সুযোগ পাওয়ার অপেক্ষা করেন দর্শণার্থীরা। কান্নারতরা অনেক সময় নিজের ইচ্ছের কথা কাগজ কিংবা কাপড়ে করে দেয়ালে গুঁজে দেন।

দর্শণার্থীদের বেশিরভাগই ইহুদি ধর্মালম্বী। ধারণা করা হয়, এই দেয়ালের কাছেই চার্চ ছিল। আর তাতে সমাধিস্থ করা হয়েছিল যিশুকে। কিন্তু কালের বিবর্তনে চার্চটি বিলীন হয়ে গেছে।



মন্তব্য চালু নেই