জাপানে দেদারসে বিক্রি হচ্ছে ট্রাম্পের মুখোশ

জাপানে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ বিক্রি বেড়ে গেছে। জয়ী হওয়ার পরই ট্রাম্পের মুখোশের জনপ্রিয়তা বাড়তে থাকে। এখনো জাপানিজরা ট্রাম্পের মুখোশ কেনা অব্যাহত রেখেছেন।

জাপানের ওগায়া স্টুডিও কোম্পানির সিনিয়র ম্যানেজার তাকাহিরো ইয়াগিহারা বললেন, সারা দেশের ক্ষেত্রে হয়তো ট্রাম্পের জয় খুব একটা ভাল জিনিস নয়। কিন্তু তিনি জেতার পর থেকে দেখছি, আমাদের তৈরি মুখোশের চাহিদা রাতারাতি বেড়ে গেল।

ইয়াগিহারা আরও বলেন, ট্রাম্প লোকটা এমনিতে ভীষণই রাগী এবং বদমেজাজি। অনাবশ্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন যখন তখন। এরকম চরিত্রের লোকেরাই মুখোশের মডেল হিসেবে সবচেয়ে সেরা বলে বিবেচিত হন। সেটা কিন্তু আবার হিলারি ক্লিনটনের ক্ষেত্রে একদমই নয়। হয়তো ট্রাম্পের তুলনায় ওবামার জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু আমাদের বিশ্বাস ট্রাম্পের মুখোশ জনপ্রিয়তায় ওবামার মুখোশকে ছুঁয়ে ফেলবে অচিরেই।



মন্তব্য চালু নেই