মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যদের কাছে এমন কিছু রোহিঙ্গা শিশু ও নারী ধরা পড়ে, যাদের মানবিক কারণে ফেরত দেয়া সম্ভব হয়না। তাদের আমরা সীমান্তের মধ্যে ঢুকতে দিচ্ছি।

তবে তাদের কোনোভাবেই শরণার্থী হিসেবে রেজিস্ট্রেশন করা হবে না বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক পাহারা দিয়ে যাচ্ছেন যেন কোনো রোহিঙ্গা সীমান্তের মধ্যে ঢুকতে না পারে।

তাছাড়া সীমান্তের অনেক জায়গা রয়েছে যেখানে অত্যন্ত দুর্গম। ওসব জায়গা রাতে পাহারা দিয়ে রাখা প্রায় অসম্ভব।

এরআগে গত বুধবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।



মন্তব্য চালু নেই