মানবদেহের কিছু অবাক করা তথ্য

নানা রহস্য লুকিয়ে আছে মানবদেহে। আছে অনেক অবাক হবার মতো ব্যাপার। আছে অনেক মজার তথ্যও। চলুন জেনে নিই এমনি কিছু তথ্য।

১. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ।
২. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
৩. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
৬. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
৭. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
৮. একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
৯. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১০. একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।
১১. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
১২. মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।
১৩. মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।
১৪. একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
১৫. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৬. আমাদের শরীরে রক্তবাহি শিরা আছে ১৬১,০০০ কিমি। যা পৃথিবীকে চার বার প্রদক্ষিণ করতে সক্ষম।
১৭. আমাদের শরীরে দৈনিক হৃদস্পন্দন হয় ১০০,০০০ বার। লাইফ টাইমে গড়ে তিন’শ কোটি বার।
১৮. হৃদস্পন্দন প্রতিদিন ৭,৫৭০ লিটার রক্ত পাম্প করে দেহকে সচল রাখে।
১৯. নিজের অজান্তে, কোন প্রকার প্রয়াস ছাড়া, আমরা দিনে ২৫,০০০ বার শ্বাস নেই। ব্রেইন ও ফুসফুসের মাঝে এটা এমনিভাবে ডিজাইন করা আছে। সচেতনভাবে শ্বাস নিতে হলে আমরা আর অন্য কোন কাজই করতে পারতাম না।
২০. প্রতি মিনিটে আমাদের দেহের প্রয়োজন হয় ২৫০ মিলি লিটার অক্সিজেন। অক্সিজেন ধারন করার জন্য আমাদের ফুসফুসে আছে তিরিশ কোটি এয়ার স্যাকস্ । যা আয়তনে ৮০-৯০ স্কোয়ার মিটার তথা একটি টেনিস কোর্টের অর্ধেকের সমান।
২১. আমাদের মস্তিস্কে একশত বিলিয়ন ব্রেইন সেল আছে; যা দেহের সব কর্মকন্ডের নিয়ন্ত্রক। প্রতি সেকেন্ডে ৫-৫০ বার সেলগুলো পরস্পরের সাথে লেন দেন করে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, শুনতে পাই, অনুভব করতে পারি এবং আমাদের চলমান ২০,০০০ চিন্তা জগৎকে সক্রিয় রাখে।
২২. প্রতি মিনিটে আমরা ১৫ বার চোখের পাতা ব্লিংক করি। ১৫,০০০ বার দিনে।
২৩. সেলাইবা তথা থুতু একটি অতি প্রয়োজনীয় পদার্থ যার মর্ম আমরা বুঝিই না। এটা ছাড়া খাবারের স্বাদ বুঝা এবং খাবার গলাধকরণ করা সম্ভব নয়। হজম করা ও শব্দ তৈরিতেও সেলাইবার ভুমিকা আছে। জীবানু ধ্বংশ করা, দাঁত ও মুখ গব্বর পরিস্কার রাখা এর অন্যতম কাজ।
২৪. প্রতি সেকেন্ডে আমাদের শরীরে তিরিশ লক্ষ লোহিত কনিকা তৈরি হয়। এদের জন্য গুরুত্ব পূর্ণ কাজ হলো আমাদের শরীরের অনু-পরমানুতে অক্সিজেন পৌঁছে দেয়া। এক ফোটা রক্তে লক্ষ লক্ষ লোহিত কনিকা থাকে।
২৫. শরীরের কোন স্থান কাটা গেলে সেখানে রক্ত প্রবাহ বেড়ে যায় কেবল রক্ত ক্ষরণ বন্ধ করা ও সম্ভাব্য অনুপ্রবেশকারি জীবানু ঠেকানোর জন্য।



মন্তব্য চালু নেই