মাদকমুক্ত সমাজ গঠনে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে

রবিউল ইসলাম শাহীন, পাবনা প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ঈশ্বরদীকে মাদকমুক্ত করতে হলে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

রোববার বিকেলে ঈশ্বরদীতে অমর একুশে বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বইমেলা যেন শাড়ি-চুড়ি-গহনার মেলা না হয় সেজন্য আমরা আমাদের সংস্কৃতিকে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
ঈশ্বরদী বইমেলা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস।

এসময় বক্তব্য রাখেন-পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনা পুলিশ সুপার আলমগীর কবির, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, বিএসআরআই এর মহাপরিচালক ড. খলিলুর রহমান, পাবনার শিল্পপতি ও কবি সোহানী হোসেন, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ইফতেখারুল আলম ইন্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, যুবলীগ সভাপতি আব্দুস সালাম খান, ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আলী হিরু প্রমুখ।

মন্ত্রী রোববার দুপুরে একটি বেসরকারি হেলিকপ্টারে করে ঈশ্বরদী ইপিজেডে আসেন, সেখান থেকে সড়ক পথে ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউট অতিথি ভবনে মধ্য‎‎হ্ন ভোজের পর বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।



মন্তব্য চালু নেই