মাতৃত্বকালীন ছুটি বেড়ে ২৬ সপ্তাহ!

ভারতে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে।

বৃহস্পতিবার লোকসভা অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। খবর এনডিটিভির।

এ আইনে ভারতের প্রায় ১৮ লাখ কর্মজীবী নারী উপকৃত হবেন।

নতুন আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে ১০ জন বা ততোধিক জনবল কর্মরত আছেন, সেখানকার নারী কর্মীরা ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন।

তবে মাতৃত্বকালীন ছুটির এই সুবিধা পাওয়া যাবে প্রথম দুই সন্তানের ক্ষেত্রে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছুটি মিলবে ১২ সপ্তাহ।

গত বছরের আগস্টে ভারতীয় জনতা দলের সংসদ সদস্য তথাগত শতপাঠী ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইনের সংশোধনী বিল পেশ করলে তা ভারতের রাজ্য সভায় পাস হয়।

ওই সংশোধনীটিই আন্তর্জাতিক নারী দিবসের পর দিন ভারতের লোকসভায় পাস হল।

বিশ্বের মধ্যে কানাডার নারীরাই সর্বোচ্চ ৫০ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পান। নরওয়ের নারীরা ৪৪ সপ্তাহ ছুটি। ২৬ সপ্তাহ ছুটির মাধ্যমে ভারত তৃতীয় স্থানে উন্নীত হল।



মন্তব্য চালু নেই