মাঠে নামেননি মুশফিক

খুলনা টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ডানহাতের অনামিকায় চোট পেয়েছিলেন। চোটের কারণে বৃহস্পতিবার তৃতীয় দিনেও মাঠে নামেননি মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের ৩৫তম ওভারে আঙুলে চোট পান মুশফিক। অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ২৮ রানে থাকা আজহার আলি। তা তালুবন্দী করতে পারেননি মুশফিক। উল্টো ডানহাতের অনামিকায় চোট পান তিনি।

এরপর শহীদের পুরো ওভারে উইকেটের পেছনে থাকেন মুশফিক। শুভাগত হোম চৌধুরীর করা পরের ওভারেও ‘কিপিং’ করেন তিনি। তবে পানি পানের বিরতির সময় মাঠ ছাড়েন টেস্ট অধিনায়ক।

মুশফিক মাঠ ছাড়ার পর থেকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছিলেন, ‘ব্যথা থাকলেও মুশফিকের চোট গুরুতর নয়।’



মন্তব্য চালু নেই