মাগুরার প্রয়াত চার সাংবাদিকের স্মরণসভা, দোয়া মাহফিল ও অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি শরীফ আমিরুল হাসান বুলুসহ প্রয়াত ৪ সাংবাদিক স্মরণে আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতদের মধ্যে ৩ সাংবাদিক পরিবারের সদস্যদের প্রত্যেককে সাংবাদিক কল্যান তহবিল থেকে ১ লাখ টাকার অনুদানের চেক দেয়া হয়।

প্রেসক্লাবের জ্যেষ্ঠ কার্য নির্বাহী সদস্য মিহির লাল কুরির সভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান, খান গোলাম মোস্তফা মাকুল,সর্দার ফারুক আহমেদ, এম এ হাকিম, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, সঞ্জয় রায় চৌধুরী, মুসাফির নজরুল, শেখ ইলিয়াস মিথুন, মেহেদী হাসান মিঠু,মৌটুসি রায়, শরীফ আনোয়ারুল হাসান রবিন, শরীফ আজিজুল হাসান মোহন প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় দোয়া।

অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক মিহির লাল কুরি বলেন,‘জেলা পর্যায়ের সাংবাদিকদের মৃত্যু পরবর্তি সময়ে পরিবারের জন্য অন্যান্য চাকুরীজীবীদের মত তেমন আর্থিক নিশ্চয়তা নেই। এই অবস্থা বিবেচনায় রেখে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের জন্য ২০১৫ সালে গাঠিত হয়েছে সাংবাদিক কল্যান তহবিল। যেখান থেকে প্রয়াত সাংবাদিকদের পরিবার দেড় লাখ থেকে শুরু করে ৪ লক্ষাধিক টাকা অনুদান পাবেন। এছাড়া জীবীত অবস্থায় সাংবাদিকরা এ তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাবেন। সরকারি বেসরকারি অনুদানে এই তহবিল পরিচালিত হচ্ছে’।

প্রসঙ্গত,গত ১৮ মার্চ মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল আমিরুল হাসান বুলু প্রেসক্লাবের কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ৯ ফেব্রুয়ারী মারা যান সহ-সভাপতি আবুল খায়ের আবলু। এর আগে মারা যান প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. দীপক রায় চৌধুরী ও কার্য নির্বাহী সদস্য অ্যাড. চম্পক রায় চৌধুরী।



মন্তব্য চালু নেই