মহিলাসহ ৫ গাঁজা সেবনকারী ও বিক্রেতাকে কারাদন্ড প্রদাণ ভ্রাম্যমান আদালতের

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত মহিলাসহ ৫জন গাঁজা সেবনকারী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদাণ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে রবিবার দুপুরের দিকে এ সাজা প্রদাণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলারোয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনুপ কুমার তালুকদার। থানা সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে থানার এসআই হারাধণ কুন্ডু উপজেলার চন্দনপুর, চান্দুড়িয়া ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রাম থেকে ২৫পুড়িয়া গাঁজা বিক্রয় ও সেবনের অভিযোগে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদাণ করা হয়। আটককৃত উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আতের আলী সানার পুত্র মোমিন উদ্দীন সানা (৫০) কে ১বছর, চান্দুড়িয়া গ্রামের আফসুদ্দীনের পুত্র খালেক সরদার (৪৫) কে ১বছর, পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের জবেদ আলী গাজীর পুত্র আ.আলিম (৪৫) কে ৬মাস, আ.আলিমের স্ত্রী নাজমা খাতুন (৪০) কে ৬মাস ও একই গ্রামের মমতাজ সরদারের স্ত্রী জাহানারা খাতুন (৫০) কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা:
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও ওয়াটসন কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওয়াটসন কমিটির সহ.সভাপতি অনুপ কুমার তালুকদার। প্রস্তুতিমূলক এ সভায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’১৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস’১৪ উদযাপনের লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, বিআরডিবি চেয়ারম্যান আ.গফুর, আরডিও আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা ওয়াটসন কমিটির সদস্য সচিব কুদরত-ই-খুদা।



মন্তব্য চালু নেই