মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

টিপু সুলতান (রবিন), সাভার থেকে: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেছে আশুলিয়ার দক্ষিন গাজিরচট যুব সমাজ।

শুক্রবার রাত সাড়ে নয়টায় আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের ইউনিক এলাকায় মহসড়কের পাশে এ মোমবাতি প্রজ্জলন করেছে দক্ষিন গাজিরচট যুব সমাজ।

উইনার কসমেটিক্স কনজুমার লিঃ এর সার্বিক সহযোগীতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্বরনে মোমবাতি প্রজ্জলন করেছে স্থানীয় যুব সমাজ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী উদ্বোধন করেন উইনার কসমেটিক্স কনজুমার লিঃ এর মেনেজিং ডিরেক্টর মিলন।

এসময় যুব সমাজের সাথে একাত্বতা প্রকাশ করে কয়েক’শ এলাকাবাসী এক সাথে দুই হাজার ছয়’শ মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্বরন করেন।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শহীদদের স্বরনে মোমবাতি প্রজ্জলন করেছে শিক্ষকরা।

রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসুচি পালন করেন তারা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ শিক্ষক শিক্ষার্থীরা এক সাথে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্বরন করেন।

শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই