মহাদেবপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ টিপু সুলতান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৭) এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর মোড় থেকে এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আলমাস আলী ও তার সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী টিপু সুলতানকে ২শত বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ী রাজশাহী চারঘাট উপজেলার বাদুড়ীয়া গ্রামের মৃত মইনুল ইসলামের ছেলে।

এদিকে ওসি জানান, এ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা গড়তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন এবং সর্বস্তরের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আশার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই