মহাদেবপুরে বজ্রপাতে নিহত-১ আহত-২
নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামে এক ক্ষেতমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ক্ষেতমজুর আবুল কাশেম মহাদেবপুর উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন, একই গ্রামের বাচ্চু (২৫) ও শহিদুল (৩২)। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানান, বিকেলে গ্রামের পাশের পাঠের একটি জমিতে আবুল কাশেম, বাচ্চু ও শহিদুল কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান।
মন্তব্য চালু নেই