মন্ত্রী-এমপিরা সালাহ উদ্দিনকে নিয়ে রসিকতা করছেন

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানে সরকারের মন্ত্রী-এমপিরা যে ধরনের বক্তব্য রাখছেন তা নিছক রসিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে গুলশানস্থ সালাহ উদ্দিন আহমেদের বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের সন্ধানে সরকার জনগণকে যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তাতে প্রমাণ হয় আইন শৃঙ্খলা বাহিনীতে কতটা দুর্বলতা রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান অবস্থা প্রতিফলন হয়েছে।’

সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘খুব শিগগির তাকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। কারণ সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন।’

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছে আবারো এমন দাবি করে হাসিনা আহমেদ বলেছেন, আমার স্বামীকে তারা তুলে নিয়ে গেছে একথা তারা অস্বীকার করতে পারবে না। দ্রুত তাকে আদালতে বা জনসম্মুখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অক্ষত অবস্থায় আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন।’



মন্তব্য চালু নেই