মন্ত্রণালয়ের নির্দেশনা মানেনি ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠান

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড-নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল তিন হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরমধ্যে ৮৩০টি প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। ৯৯২ টি শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেনি বলে জানিয়েছে। এছাড়া ১২শ নয়টি প্রতিষ্ঠান এ বিষয়ে কোন জবাব দেয়নি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।

রববিার শিক্ষামন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ১২শ’ প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মানেনি। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে তাদের নোটিশ করা হয়েছিল। কিন্তু তারা কোন জবাব দেয়নি। জবাব না দেওয়ার কারণে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কেন তাদের ম্যানেজিং কমিটি বাতিল করা হবে না- তার কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক নোটিশ জারি করা হবে। ত্রিশ কার্যদিবসের মধ্যে জবাব না দিলে তাদের কমিটি বাতিল হয়ে যাবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।



মন্তব্য চালু নেই