মনের ভেতর আতঙ্ক তৈরি করা সেই পুরনো দিনের কিছু ছবির নিদর্শন!
আমরা অতীত সভ্যতার অনেক নিদর্শনই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সেইসব নিদর্শনের কিছু ছবি মাঝে মাঝে আমাদের মনে আতঙ্ক তৈরি করে দেয়। ছবিগুলো দেখে ক্ষণিকের জন্য আপনার মনে হতে পারে যে- ‘ভাগ্যিস আধুনিক সভ্যতায় জন্মেছিলাম। মনে ভয় ধরিয়ে দেয়া এমন কিছু পুরনো ছবি চাইলে দেখে নিতে পারেন-
এই মমির মাথাটি বিংশ শতাব্দীর শুরুর দিকে একটি উৎসবে ব্যবহার করা হয়।
ডাক্তার লুইস আজক্সের তৈরিকৃত হস্তশিল্প। ১৮৮০ সালের দিকে পাওয়া স্ত্রীরোগবিদ্যাসংক্রান্ত কাগজের কর্ম এটি।
সতের শতকের দেহের গঠনতন্ত্র বিষয়ক মডেল।
প্রাচীনকালের উঁকুনের ছবি সম্বলিত পোস্টার। ছবি দেখে বোঝা যায়, উঁকুন সেসময় একটি উদ্বেগের বিষয় ছিল।
সার্কাস শো এর অভিনয়কারীরা
হ্যালোইনের পোশাক
ভ্যাম্পায়ার থেকে বাঁচার জন্য তৈরিকৃত ভিক্টোরিয়ান যুগের কফিন।
আঠারশ শতকের ডাইনীদের চেয়ার। কথিত আছে, যে এই চেয়ারে বসত সে রক্তশূন্যতায় মারা যেত।
সতের শতকের বিষ রাখার আলমারি
রক্তপাত করার প্রাচীন ছুরি
পার্শ্ব কফিন সংযুক্ত নর্টন মটরসাইকেল
১৯৩০ সালের দিকে ইংল্যান্ডে ডাকের মাধ্যমে শিকার করা পশু আনা-নেওয়া করা যেত।
তাবেকেটানমিটের সমাধি থেকে পাওয়া কৃত্রিম আঙ্গুল
ভ্যাম্পায়ার মারার জন্য ব্যবহৃত উনিশ শতকের অস্ত্রপাতি
হাড়ের তৈরি করাত
১৮৫০০-১৯১০ এর সময়কার কৃত্রিম বা হাত
ভিক্টোরিয়ান যুগের আফিম
ফ্রান্সের লা সেইন্ট বাউম শহরের রাজকীয় সমাধি থেকে প্রাপ্ত খুলি
মাট্টার জাদুঘরে সংরক্ষিত প্রাচীনকালের মানুষের দেহবাশেষ।
মন্তব্য চালু নেই