রঙিন ভিডিওতে দেখুন বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি এবার দেখা যাবে থ্রিডি ভিডিওতে।

স্বাধীনতার স্বপ্নে বিভোর লাখো জনতার উদ্দেশে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ওইদিন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পশ্চিম পাকিস্তানীদদের টালবাহানায় মুক্তিপাগল বাঙ্গালি বিক্ষুব্দ হয়ে ওঠেছিল। ৩ মার্চের জাতীয় কাউন্সিলের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতবি ঘোষণা করা হলে ২ ও ৩ মার্চ দেশব্যাপী হরতাল পালিত হয়।

এমন পরিস্থিতিতে ৭ই মার্চের ভাষণ স্বাধীনতাকামী বাঙ্গালীদের সামনে দিকনির্দেশনা নিয়ে আসে। যা সেই অপেক্ষার অবসান ঘটায়। যা বিদ্যুৎ-গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে। ওইদিন বেলা তিনটা ২০ মিনিটে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে উপস্থিত হন। তখন লাখো মানুষের উপস্থিতিতে রেসকোর্স ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। স্লোগান ছিল পুরো ময়দানজুড়ে ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই