মদন স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন নেত্রকোনার সিভিল সার্জন
আরমান জাহান চৌধুরী, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : সোমবার নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান মদন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্বাস্থ্য কেন্দের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরলে তিনি সকল সমস্যা সমাধানের আশ্বাসদেন। এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য প্রশাসক ডাক্তার আব্দুল কদ্দুছ, প্রেস ক্লাব সভাপতি মোঃ আল আমীন,সমকাল মদন প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাদিছ উদ্দিন দুলাল, আওয়ামী লীগে নেতা আবুল কাসেম, আওয়ার নিউজ প্রতিনিধি আরমান জাহান চৌধুরী প্রমূখ। পরে সিভিল সার্জন ডাক্তার,নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য চালু নেই