মদনে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
সংবাদদাতা, মদন(নেত্রকোনা) : নেত্রকোনা মদনে ১০ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার উপজেলার পৌরশহরে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থাকর পরিবেশে খাবার তৈরি,মেয়াদ উর্ত্তীণ মনোহারী মালামাল ও জনতা প্যাথলজির বৈধ কাজপত্র না থাকায় ১০ প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ শাহরিয়রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মিতু শাহা। অভিযানে ছন্দ পালের মনোহারী দোকানকে ১হাজার,সতেন্দ্র সরকারের মনোহারী দোকান ১ হাজার, সঞ্জিত পালের বেকারী ৫ হাজার,বিপ্লব মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার,সবিন্দ্র নাথ দাস মিষ্টির দোকান ৫ হাজার,বিশ্বজিতের মিষ্টির দোকান ৫ জাহার,সাদেক মিয়ার মিষ্টির দোকান ৫ হাজার,সুরাপ মিয়ার মিষ্টির দোকান ৫ হাজার,দোলাল মিয়ার মিষ্টির দোকান ৫ হাজার ও জনতা প্যাথলজিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য চালু নেই