মদনে ১০ টাকা কেজির চাল বিক্রির দায়ে কালোবাজারীদের নামে মামলা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে হতদরিদ্রদের মাঝে বিতরনের ১০ টাকা কেজির চাল কালো বাজারে বিক্রি করার দায়ে সোমবার রাতে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে ডিলার দিলোয়ার খান পাঠান, হাইউল পাঠান, ইউপি মেম্বার নজরুল ইসলাম, চাল ক্রেতা কেন্দুয়া উপজেলার আব্দুল হান্নান এর নামে একটি মামলা রজু করেন।

জানা যায়, রোববার উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের ডিলার দিলোয়ার হোসেন স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দের যোগসাজুসে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে বিতরনের ২ হাজার ৫০ কেজি চাল কালো বাজারে পাচার করার সময় জনতা আটক করে পুলিশে সুপর্দ্য করে।

এ ব্যপারে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ডিলার দিলোয়ার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ও সহযোগী হাইউল এবং চাল ক্রেতা কেন্দুয়া উপজেলা হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মদন থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।



মন্তব্য চালু নেই