মদনে সেফ্টি ট্যাংকির গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণার মদন উপজেলা কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেপ্টি টেংকির কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়াছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার উপজেলার গোবিন্দপুর গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেফ্টি টেংকির ভিতর থেকে সেন্টারিংয়ের মালামাল বের করতে গিয়ে কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের নির্মাণ শ্রমিক আজিম উদ্দিনের ছেলে জয়নাল(২৫) এবং একই উপজেলার হাসুয়ারি গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ(৩০) ট্যাংকির গ্যাসে অজ্ঞান হয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ শরিফ উদ্দিন আহম্মেদ মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদন থানার এসআই মাহফুজুর রহমান জানান, বাড়ির মালিক বুলবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য চালু নেই