মদনে বর্ষা মওসুমেও পানি না থাকায় পাট জাগ দিতে পারছে না চাষীরা

মদন (নেত্রকোণা) সংবাদদাতা: নেত্রকোণার মদনে পাট জাগ দিতে না পারায় পাট কাটার মওসুমের শুরুতেই পাট চাষীরা পড়েছে বিপাকে। ভরা মওসুমে ও ডোবা কান্দায় পানি না থাকায় পাট কেটে নানা বিরম্বনায় শিকার হচ্ছেন মদন পৌরসভাসহ,উপজেলার চানগাঁও,মদন,কাইটাইল,তিয়শ্রী,নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের পাট চাষীরা।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে পৌর সভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে ৭৫ হেক্টর,কেনাফ ৭০৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এ সব এলাকার কৃষকদের পাট পচনের বৈজ্ঞানিক পদ্ধতি সর্ম্পকে ধারণা না থাকায় পাট কেটে পড়েছে বিপাকে।

চানঁগাও ইউনিয়নের পাট চাষী আরব আলী,তিয়শ্রী ইউনিয়নের নজরুল ইসলাম,কাইটাইল ইউনিয়নের আরমান জাহান,ফতেপুর ইউনিয়নের কাজল মিয়া,নায়েকপুর ইউনিয়নের কামরুজ্জামান জানান,বর্ষাতে পানি কম হওয়ায় পাট পচাতে জাগ দিতে আমাদের নানা সমস্যা হচ্ছে।

কৃষি অফিসার গোলাম রসুল জানান,চলতি মওসুমে পাটের লক্ষ্য মাত্রা অর্জিত হয়ে ফলনও ভাল হয়েছে। তবে কিছু কিছু এলাকায় বর্ষার পানি কম হওয়ায় পাট কেটে চাষীরা দুরবস্তায় রয়েছে



মন্তব্য চালু নেই