মদনে একই ব্যাক্তি দুই স্কুলের শিক্ষক

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় একই ব্যাক্তি দুই স্কুলে শিক্ষকতা করছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী কবিতা আক্তার নয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আওতায় মাঘান পূর্বপাড়া ফজলু মিয়ার বাড়ীর আনন্দ স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা কবিতা আক্তার দুই স্কুলের শিক্ষকতা করার সত্যতা স্বীকার করে বলেন,আমার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় মাঝে মধ্যে স্কুলে যাচ্ছি আর আনন্দ স্কুলে শিক্ষকতা করছি।

রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান,এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি এবং আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটরকে তদন্ত করার জন্য দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই