মগবাজারে ট্রিপল মার্ডার: কাইল্যা বাবুসহ ১৫জন আসামি

রাজধানীর মগবাজারের সোনালীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনজন খুন হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে নিহত রানু আক্তার বৃষ্টির ছোট ভাই শামীম ওরফে কালাচাঁন।

শুক্রবার রাত ১১টার দিকে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় তিনি কালা বাবু ওরফে কাইল্যা বাবু , ফয়সাল আহমেদ রনি, শাহাদাত, সোহেল, আরিফ, মারুফ, রাজু, তপু ও জনিসহ মোট ১৫ জনকে আসামি করেন।

মামলার অভিযোগে তিনি বলেন, জমি দখল, চাঁদাবাজির কারণে গুলি করে তিনজনকে হত্যা করা হয়েছে। রমনা মডেল থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মগবাজারের সোনালীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন রানু আক্তার বৃষ্টি, মুন্না ও বিল্লাল হোসেন। এছাড়া গুরুতর আহত হন নিহত রানুর ভাই হৃদয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য চালু নেই