ভোলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধ নিহত- ১
ভোলা সদর উপজেলার কালিখোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে আবু তাহের (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেলে এদুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহেরের বাড়ি উপজেলার চর সামাইয়া গ্রামে।
পুলিশ জানায়, বিকেলে অটোরিকশায় করে বাড়ি থেকে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন আবু তাহের। পথে কালীখোলা এলাকায় পৌঁছুলে হঠাৎ অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই