ভোলায় ৯ ব্যবসায়ীর থেকে জরিমানা আদায়

ভোলা পৌর শহরের খাল পাড় ও ঘোষপট্টি এলাকায় অভিযান চালিয়ে নয় ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে খাদ্যে ভেজাল ও মেয়াদ শেষ হওয়া খাবার বিক্রির দায়ে খালপাড় এলাকার হলুদ-মরিচ গুঁড়ি করার কারখানাসহ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী খোকনের কাছ থেকে পাঁচ হাজার, মজিবুরের কাছ থেকে তিন হাজার ও আবুল বাশারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সময় শহরের ঘোষপট্টি এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে দত্তের কাছ থেকে এক হাজার, সিদ্দিকের কাছ থেকে এক হাজার, আবুল কালামের কাছ থেকে এক হাজার, দিলিপের কাছ থেকে দুই হাজার, অরুনের কাছ থেকে এক হাজার ও অজ্ঞাতনামা আরো এক ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী তোফায়েল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই