রাজশাহীতে কর আদায় পৌনে ৬ কোটি টাকা

এবছরের আয়কর মেলা শেষ হলো আজ। এ বছর রাজশাহীতে আদায় হয়েছে পৌনে ছয় কোটি টাকার আয়কর। যা গতবারের তুলোনায় বেশি। এছাড়া প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী কর অঞ্চলের কমিশনার দবির উদ্দিন।

রাজশাহী কর অঞ্চলের উপকর কমিশনার ওয়াকিল আহম্মেদ বলেন, এবারের মেলায় রাজশাহী কর অঞ্চলে মোট ৫ কোটি ৮২ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা আয়কর আদায় হয়েছে। সব মিলিয়ে মেলায় ৬ হাজার ৯৭৭টি আয়কর রিটার্ন জমা পড়েছে।

নতুন টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৩৫৯ জন এবং ২৮ জন টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন। মেলায় আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন ৩০ হাজার ৭৯০ জন।

এবারো রাজশাহীর বাইরে জেলা পর্যায়ে নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে আয়কর মেলা হয়েছে। এ ছাড়া এবারই প্রথম উপজেলা পর্যায়েও আয়োজন করা হয় এ মেলার। এদিকে, সচেতনতা বাড়ানোর পাশাপাশি আয়কর নিয়ে জনগণের ভীতি দূর ও করসেবা জনগণের দোরগোড়ায় আনতে এ উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মেলা শুরু হয়।



মন্তব্য চালু নেই