ভোটের পরে সব ভুলে যান রাজনীতিকরা
দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ভোটের আগে ভালো কথা বলে জনগণের সামনে হাজির হলেও পরে সব ভুলে যান রাজনীতিকরা।’
তিনি শনিবার দুপুরে সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতি হঠাৎ করে বাংলাদেশে আসেনি। প্রাচীন কাল থেকে চলে এসেছে। তবে বর্তমানে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও দুর্নীতি ছিল। কিন্তু তারা নিজেদের চেষ্টায় ও রাজনৈতিক সদিচ্ছার কারণে তা নির্মূল করতে পেরেছে। আমরা এখনও পারিনি।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি নির্মূলের কাজটি আমরা অনেক সহজে করতে পারতাম। যখন নির্বাচন আসে শুধু তখনই আমাদের রাজনীতিকরা অনেক ভালো প্রতিশ্রুতি নিয়ে হাজির হন। কিন্তু পরে প্রতিশ্রুতি মনে রাখেন না।’
তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করতে হলে এখন থেকে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী জনমত গড়ে তুলতে হবে। তবেই বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হয়ে উঠবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক এমরানুল হক শাহ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম মোল্লা।
মন্তব্য চালু নেই