ভোটার তালিকা ৯৯ ভাগ নির্ভরযোগ্য

হালনাগাদের কাজ নির্ভূল ও সঠিক হবে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমান ভোটার তালিকা শতকরা ৯৯ ভাগ নির্ভরযোগ্য।’

তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে বর্তমানে বাংলাদেশের সব যোগ্য নাগরিককেই ভোটার করা হবে।’

শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, ‘যদি কেউ ভুয়া এবং একাধিক স্থানে ভোটার হন, তাহলে তাদের বিরুদ্ধে কাঠোর ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই