ভোটের দিন নির্ধারণে ইসি বৈঠক আজ
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/03/City-Corporation.jpg)
ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের চূড়ান্ত তারিখ নির্ধারণের লক্ষে আজ কমিশন বৈঠকের আহ্বান করেছে ইসি। আজ দুপুর আড়াইটায় কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে ইসির অন্য কমিশনারগণ উপস্থিত থাকবেন। বৈঠক শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জমান গতকাল রাতে বলেন, ‘বুধবার কমিশন বৈঠক রয়েছে। বৈঠকে ভোটগ্রহণের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে দিনক্ষণ ঠিক করে ইসি আজ বিকালে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা সোমবার বলেন, ‘বুধবার তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সেভাবেই কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘এখনো ভোটগ্রহণের চূড়ান্ত দিন ধার্য করা হয়নি। তবে ইসি মনে করছে, এপ্রিলের শেষের দিকেই ভোট গ্রহণের উপযুক্ত সময়। ২৭-২৯ এপ্রিলের যে কোনো দিন ভোটগ্রহণের দিন ঠিক হতে পারে।
এ দিকে সোমবারের বৈঠকে পুলিশের পক্ষ থেকেও এপ্রিলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এএকেএম শহীদুল হক।
বৈঠক শেষে শহীদুল হক বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি এপ্রিলের মধ্যেই যেন তিন সিটির নির্বাচন করে ফেলে।’
আইজিপি আরও বলেন, ‘এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করলে ভাল হয়।কারণ আবার ক্রিকেট খেলা আসবে। তারা খেলা এপ্রিলের শেষে দিকে করতে চায়। দরকার হলে খেলা মে মাসে নিয়ে যাব।’
মন্তব্য চালু নেই