ভেসে যাওয়া যাত্রীদের লাশ উদ্ধার করতে ৫ জেলা প্রশাসনকে নির্দেশ

লঞ্চ পিনাক-৬ এর ভেসে যাওয়া যাত্রীদের লাশ উদ্ধার করতে ৫ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া রেস্টহাউসে উদ্ধার কার্যক্রম নিয়ে সর্বশেষ অবস্থা নিয়ে প্রেসব্রিফিংয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

প্রেসব্রিফিংয়ে জরিপ-১০ নিয়ে আশাবাদ ব্যক্ত করে করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আধুনিক প্রযুক্তি নিয়ে জরিপ-১০ উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে। উদ্ধার তৎপরতায় বরিশাল, ভোলা, শরীয়তপুর,চাদঁপুর ও মাদারীপুর- এই ৫ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের জেলা ঘেষাঁ নদীগুলোতে ভেসে ওঠা লঞ্চযাত্রীদের লাশ উদ্ধার তৎপরতা চালাতে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ওই ৫ জেলা প্রশাসন।



মন্তব্য চালু নেই