ভালোবাসা দিবসে কলারোয়ায় ফুল বিক্রির হিড়িক

ভ্যালেনটাইনস ডে’তে ফুল বিক্রির হিড়িক পড়েছে সাতক্ষীরার কলারোয়ায়। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রিয়জনকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন জাতের বাহারি ফুল ক্রয়-বিক্রয়ে রীতিমত ভীড় দেখা যায় অনেক ফুলের দোকানে।

কলারোয়া উপজেলা সদরে ২/৩টি স্থায়ী ফুলের দোকান থাকলেও শনিবার অস্থায়ীভাবে অন্তত ১৫/২০টি দোকানে ফুল বিক্রি করতে দেখা গেছে।

এছাড়াও ভ্রাম্যমান বা ফেরি করেও ফুল বিক্রি ছিল লক্ষণীয়। আর ক্রেতারাও তাদের প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে ফুল দিতে ঝুকে পড়ে দোকানগুলোতে। সকল বয়সীরা ফুল কিনলেও কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের ফুল কিনতে বেশি দেখা যায়। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এদিক থেকে পিছিয়ে ছিল না।

ফুল বিক্রেতা ঊজ্জ্বল জানান, বেচাবিক্রি মোটামুটি। অন্যান্য ফুলের পাশাপাশি গোলাপ ফুল বিক্রি হয়েছে তুলনামূলক বেশি। সবমিলিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে ফুলের শোভায় নিজেকে রাঙাতে ব্যস্ত ছিল অনেকে।



মন্তব্য চালু নেই