ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে চার দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১৮ ডিসেম্বর তিনি নয়া দিল্লি সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

১৮তম সার্ক সম্মেলন শেষে শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মাহমুদ আলী।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বাংলাদেশ সফরে আসতে পারেন।

দুই বছর আগে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটাই আবদুল হামিদের প্রথম ভারত সফর।

জানা গেছে, ২০১৩ সালের মার্চে ঢাকা সফরে আসেন প্রণব মুখার্জি। এর মাস খানেক পরেই ইন্তেকাল করেন তখনকার বাংলাদেশর রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে রাষ্ট্রপতি আবদুল হামিদকে নয়া দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের এটাই প্রথম ভারত সফর।

সদ্যসমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন সফল হয়েছে দাবি করে মন্ত্রী জানান, এবারের সার্ক শীর্ষ সম্মেলন সফল হয়েছে।



মন্তব্য চালু নেই