ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলাদেশে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে ভারত। ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) পরীক্ষামূলকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছে। ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য নর্থ ইস্ট টুডে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে ইন্দো-বাংলা বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কুমিল্লা গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত দেবে বলে খবরে বলা হয়েছে।

ত্রিপুরার পালটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল পরিবহন করা হয়েছে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে। এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার শর্তেই আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত অভ্যন্তরীণ পথ ব্যবহার করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ।

প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ৬৪টি খুঁটি স্থাপন করা হয়েছে। পাশপাশি ৪০০ কিলোভোল্ট (কেভি) ডাবল সার্কিট সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে দরকার হলে বাংলাদেশে আরো বিদ্যুৎ সরবরাহ করা যায়।



মন্তব্য চালু নেই