ভারত থেকে গরু আনার সময় কলারোয়া সীমান্তে ৫ ব্যক্তি আটক, গরু উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় গরুসহ ৫ ব্যক্তি বিজিবি’র হাতে আটক হয়েছে। সোমবার সকালে চান্দুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যরা আটকৃতদের কাছ থেকে ৫টি ভারতীয় গরু উদ্ধার করে।
সাতক্ষীরা ৩৮, বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার ফয়েজ উদ্দিন জানান, আটককৃতরা কয়েকদিন আগে ভারতে যায়। সোমবার ভোরে তারা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে আসে ও চান্দুড়িয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের হাতে গরুসহ ধরা পড়ে।
আটককৃতরা হলো- কাদপুর গ্রামের সানাউল্লাহ’র ছেলে রমিজ মিলন, একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন ও মকবুল হোসেনের ছেলে কবিরুল হাসান এবং চান্দুড়িয়া গ্রামের আহম্মদ আলির ছেলে কামাল হোসেন ও গোয়ালপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আকতারুল ইসলাম।
উল্লেখ্য, বাংলাদেশি গরুর রাখাল ভারতে অনুপ্রবেশ না করার বিষয়ে সীমান্তে দফায় দফায় বিজিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে সতর্ক করা হলেও গরু রাখালরা সেটা অনেক সময় মানছে না। সেকারণে সোমবার এ ঘটনার অবতারণা ঘটলো বলে অভিমত অনেকেরই।



মন্তব্য চালু নেই