ভারতে ৩০ কেজি ইলিশ ও পাঞ্জাবি-ধুতি নিয়ে গেলেন শেখ হাসিনা

ভারত সফরে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য ৩০ কেজি ইলিশ নিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তার জন্য উপহার হিসেবে পাঞ্জাবি ও ধুতি নিয়ে যান তিনি।

রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা যতদিন ছিলেন, প্রতিবারই তার জন্য জামদানি শাড়ি নিয়ে যান শেখ হাসিনা।

এবার শুভ্রার মৃত্যুর পর মেয়ে শর্মিষ্ঠার জন্য নিয়ে যান রাজশাহী সিল্কের শাড়ি। জামদানি ছেড়ে রাজশাহী সিল্ক এবারই প্রথম। এছাড়া নিয়ে যান বাংলাদেশের বিখ্যাত বিভিন্ন ধরনের মিষ্টি।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর পালাম বিমানবন্দরে অবতরণ করে।

প্রটোকল অনুসারে ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়র শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা ছিল। বাবুল সুপ্রিয় বিমানবন্দরে উপস্থিতও ছিলেন।

তবে পরে ‘প্রটোকল ভেঙে’ শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।



মন্তব্য চালু নেই