ভারতে প্রশিক্ষণে গেছেন বিজিবি প্রতিনিধিদল
সীমান্ত ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র ১৫ সদস্যের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল ভারতে গেছেন।
১০ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১১টায় প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
বেনাপোল চেকপোস্টের নো ম্যানস ল্যান্ডে পৌঁছালে ৪০ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডিং অফিসার কর্ণেল বারজেন্ডার সিং বিজিবি কর্মকর্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাদের ভারতের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
বিজিবির প্রতিনিধিদলের কর্মকর্তাদের মধ্যে ৪ জন লে. কর্ণেল, ৬ জন মেজর, ও ৫ জন এডি রয়েছেন। দিনাজপুর ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী এই দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিজিবি সূত্র জানায়, ভারতের মধ্য প্রদেশের তেকানপুর বিএসএফ একাডেমিতে এই সীমান্ত ম্যানেজমেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২২ আগস্ট প্রশিক্ষণ শেষে দেশে ফিরবে বিজিবি প্রতিনিধিদল।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, এই প্রশিক্ষণ সীমান্তে চোরাচালান ও নারী-শিশু পাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে একটি বড় ভূমিকা রাখবে।
মন্তব্য চালু নেই