ভারতে পাচারের সময় ৩যুবতী উদ্ধার, ২পাচারকারী আটক

ভারতে পাচারের সময় ৩যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। আটক হয়েছে ২পাচারকারী।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের সোনাই নদীর ধার থেকে সোমবার বিকেলে এ উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটে।
উদ্ধারকৃত ৩যুবতী হলো- বান্দরবান জেলার লামা থানার গুলিস্থান বাজারের মালুমঘাট এলাকার আরিফ হোসেনের মেয়ে মুবিনা আক্তার মুর্জিনা (১৮), একই থানার ম্যারাকুলা গ্রামের মৃত এজাহার মিয়ার মেয়ে জেসমিন আক্তার মুন্নী (১৪) ও রাঙ্গামাটি জেলার লংগদু থানার মুর্শিদাবাদ গ্রামের নূর আলমের স্ত্রী জেসমিন বেগম (১৯)।
আটককৃত দুই পাচারকারী হলো- সিলেট জেলার শ্রীমঙ্গল থানার সিরাজগঞ্জ গ্রামের মৃত এরশাদের ছেলে সেলিম মিস্ত্রী (৪২) ও চট্টগ্রাম জেলার অক্সিজেন মোড় এলাকার জাফর চৌধুরীর মেয়ে সুমা খাতুন শিউলী (২৬)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামের মৃত শামসুদ্দীনের আম বাগানের পেছনে সোনাই নদীর ধার থেকে থানা পুলিশের একটি দল তাদেরকে উদ্ধার ও আটক করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-১১, তাং-১১/১/১৬ইং) হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই