অবৈধপথে ভারতে যাওয়ার সময়

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ ২৭ বাংলাদেশি আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করছে বিজিবি। শুক্রবার গভীর রাতে বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বন্দর থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা।
অবৈধপথে ভারতে যাওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। আটকদের মধ্যে ১১জন নারী, ২জন শিশু ও ১৪জন পুরুষ রয়েছেন বলে বিজিবি সূত্র জানায়।
যশোর, ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির সুবেদার ফরিদ উদ্দিন জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী-শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযার চালিয়ে ১১জন নারী, ১৪ জন পুরুষকে আটক করতে সক্ষম হয়।
বেনাপোলের পুটখালী সীমান্তবিজিবি সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থনে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই