ভারতে উত্তরপ্রদেশ রাজ্যে ভয়াবহ ধুলিঝড়ে পাঁচ জনের মৃত্যু

ভারতে উত্তরপ্রদেশ রাজ্যে ভয়াবহ ধুলিঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিস্তীর্ন অংশে আছড়ে পড়ে এই ধুলিঝড়। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশের বহু জায়গায় রাস্তার উপর গাছ উপড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে বিপর্যন্ত হয়েছে স্বাভাবিক জনজীবন।

জানা গেছে, উত্তরপ্রদেশের মেরুট জেলায় হোডিং ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সামভাল জেলার দাবোই খুর্দ গ্রামে দেওয়াল ধবসে মৃত্যু হয়েছে এক শিশুর। কানপুরে খুলি ঝড়ের মুখে পড়ে মৃত্যু ঘটেছে এক জনের। এছাড়াও ধুলিঝড়ের দাপটে আগ্রার তাজমহলের সামনে একটি বিশাল গাছ উপড়ে পড়ে বলেও জানা যায়। ধুলিঝড় ও সঙ্গে বৃষ্টির দাপটে উত্তরপ্রদেশের মথুরা এলাকায় ট্রেনের তার ছিঁড়ে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। এছাড়া ঝড়ের প্রভাবে উত্তরপ্রদেশ জুড়ে আমচাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।



মন্তব্য চালু নেই