ভারতীয় গণমাধ্যমে প্রফেসর হত্যার খবর!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমের লাশ আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে তার বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে নগরীর শালবাগান এলাকায় পাওয়া যায়। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তার হত্যাকাণ্ডের ঘটনা প্রচার হবার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকায় যেভাবে ব্লগারদের হত্যা করা হয়েছে তাকেও সেই একইভাবে হত্যা করা হয়।

এদিকে অধ্যাপকের মৃত্যুর কথা বিভিন্ন বিদেশী গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস’ হেডলাইন দিয়েছে, ‘বাংলাদেশের প্রফেসরকে তার বাড়ির নিকট হত্যা করা হয়েছে, ২০১৬ সালে এ পর্যন্ত এটি পঞ্চম হত্যাকাণ্ড’।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত ছয় মাস ধরে এই রকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসকল হত্যাকাণ্ডে বিশেষ করে সংখ্যালঘু, মুক্তমনা ব্লগার এবং বিদেশীদের টার্গেট করা হচ্ছে।

এনডিটিভি’র প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রফেসর রেজাউল করিমকে তার বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

হিন্দুস্তান টাইম্‌স এ বলা হয়েছে, ‘বাংলাদেশের অধ্যাপক হত্যার পেছনে ইসলামিক সংঘের হাত থাকতে পারে।’

আমেরিকান অনলাইন পোর্টাল সিএনএনে এই খবর প্রকাশ করা হয়েছে। সেখানে তার বাড়ির নিকট হত্যা হবার ঘটনা উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়, দুই-তিনজন দুর্বৃত্ত অধ্যাপককে পেছন থেকে হামলা করেন। ঘাড়ে হামলা করার ফলে তিনি ঘটনাস্থলে মারা যান।



মন্তব্য চালু নেই