ভারতীয় ঔষধ বিক্রির অপরাধে এক যুবককে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় ঔষধ বিক্রির অপরাধে এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান আটক যুবককে ৪০হাজার টাকা জরিমানা করেন। আটক শেখ হারুনর রশীদ (২২) উপজেলার দিগং গ্রামের মৃত শেখ আ.হান্নানের পুত্র। থানা সূত্র জানায়, পৌর সদরের থানা রোডের একটি ফার্মেসীতে বুধবার সন্ধ্যায় ওষুধ কিনতে আসেন এক মহিলা। প্রেসক্রিপশন অনুযায়ী মহিলাকে দেয়া ঔষধ গুলোর মধ্যে ভারতীয় ৩০টি ক্যাপসুল দিয়ে দেয় ওই ফার্মেসীর কর্মচারী শেখ হারুনর রশিদ। খবর পেয়ে থানা পুলিশ ভারতীয় ৯০পিচ ব্যাথা নাশক ঔষুধসহ হারুনর রশিদকে অটক করে। পরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত ভারতীয় ঔষুধগুলি বিনষ্ট করা হয় বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই