ভাইরাল মেসেজঃ ভারতের ভাগ্যে জুটবে না বিশ্বকাপের শিরোপা

এবারের বিশ্বকাপে জিততে পারবে না ভারত। মেসেজিং অ্যাপ হোয়াটস্যাপে ছড়িয়ে পড়া একটি মেসেজে এমনই বলা হয়েছে। মেসেজে বলা হয়েছে, বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দল খেলবে তা আগে থেকেই ফিক্সড্ হয়ে রয়েছে। এবার নতুন কোনও দল চ্যাম্পিয়ন হচ্ছে বলেও জানানো হয়েছে মেসেজে।সেমিফাইনাল ও ফাইনালে কোন দলগুলি যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে মেসেজটিতে। বলা হয়েছে, সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,ভারত ও শ্রীলঙ্কা। আর ফাইনালে জয়ী হবে দক্ষিণ আফ্রিকা।

 

 

আগামীকাল ভারত-দক্ষিণ আফ্রিকার হাই ভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচেও দক্ষিণ আফ্রিকারই জয় হবে বলে মেসেজে বলা হয়েছে। এমনকি, জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেও নাকি ভাগ্য ভারতের পক্ষে থাকবে না বলে দাবি মেসেজে।

মেসেজের ভবিষ্যতবাণী অনুযায়ী, গ্রুপ এ-র শীর্ষে থাকবে নিউজিল্যান্ড। গ্রুপ বি-র শীর্ষে থাকবে দক্ষিণ আফ্রিকা। ভারত থাকবে দ্বিতীয় স্থানে।

নক আউট পর্যায়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাবে ভারত। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হবে প্রোটিয়ারাই।সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওই মেসেজে খেলার যে ফলাফলের পূর্বাভাস দেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত মিলেও যাচ্ছে।



মন্তব্য চালু নেই