‘ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন করার চক্রান্ত চলছে’

শিক্ষা আইন-২০১৬ এ ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন করে গড়ে তোলার গভীর চক্রান্ত চলছে বলে জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তারা কথা বলেন। এসময় ইসলামী চিন্তা-চেতনা বিরোধী শিক্ষা আইন রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ শ্রেণির পরীক্ষায় ১০০ নম্বরের ধর্মীয় শিক্ষা বাদ দেয়া হলে গোটা জাতির ধর্মীয় চিন্তা চেতনার বিরুদ্ধে গভীর চক্রান্ত হিসাবে প্রতিয়মান হবে এবং এ ধরনের যে কোন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংগঠনের আমির ড. মুহাম্মাদ ঈসা শাহেদী বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা মুষ্টিমেয় নাস্তিক সরকারের কাঁধে বন্ধুক রেখে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছে, যাতে সন্তান নিজের মমা-বাবার জানাজার নামাজও পড়তে না পারে। দেশবাসী এ ধরনের পাঁয়তারা মেনে নিবে না।

সংগঠনের মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমির শওকাত হোসেন, রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।



মন্তব্য চালু নেই